[email protected] +88 01920489299

About

“ইংরেজি ডটকম” ইংরেজি ভাষা শেখার একটি অনলাইন প্লাটফর্ম। শিক্ষার্থীদের চাহিদার আলোকে আমরা বর্তমানে তিনটি কোর্স পরিচালনা  করছি। সেগুলো হচ্ছে:

১। IELTS Preparation Course

২। Spoken English for Adults

৩। English for Kids

IELTS Preparation Course এর মধ্যে আমরা IELTS এর চারটি  মডিউল, রিডিং, রাইটিং, লিসেনিং,  স্পিকিং সবগুলোর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করি। তবে শিক্ষার্থীরা কোনো মডিউলে খুব বেশি পিছিয়ে থাকলে আমরা সেটাতে বিশেষ গুরুত্ব দিই।

বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থী কিংবা work permit এর জন্য আবেদনকারী ও ইমিগ্রেন্টদের জন্য এই কোর্সটি সহায়ক হবে।

দ্বিতীয় যে কোর্সটি আমরা পরিচালনা করছি সেটি হচ্ছে Spoken English for Adults। এই কোর্সে আমরা স্পিকিং কে গুরুত্ব দিয়ে থাকি। সাধারণত বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা ইংরেজি বলার উপযুক্ত  পরিবেশ পায় না। এই কোর্সের মাধ্যমে  আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই। আমাদের প্রত্যেক শিক্ষার্থী যাতে প্রত্যেক ক্লাসের মধ্যে স্পিকিং করতে পারে আমরা সেটা নিশ্চিত করবো।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরি-প্রত্যাশী, চাকরিজীবী, প্রবাসী ও ফ্রিল্যান্সাররা এ কোর্সটি থেকে উপকৃত হবে।

আমাদের তৃতীয় কোর্সটি হচ্ছে English for Kids। এই কোর্সে আমরা সাবলীলভাবে ইংরেজি বলা ও লিখার উপর গুরুত্বারোপ করি। কোর্সটি মূলত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য উপযোগী করে সাজানো হয়েছে।

ভাষাবিদদের মতে শৈশব ও কৈশোরই ভাষা শেখার সবচেয়ে উপযুক্ত সময়। তাই আমরা এই সময়েই শিশুদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলে আগামীর বিশ্বের জন্য তৈরি করতে চাই।

আমাদের প্রত্যেকটি কোর্সে one-to-one টিউটরিং করা হবে। অর্থাৎ শিক্ষক কেবল একজন শিক্ষার্থীকে পড়াবেন। আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থী আলাদা। একেকজনের একেকটি বিষয়ে দুর্বলতা থাকতে পারে এবং বিশেষ চাহিদা থাকতে পারে। ব্যাচে পড়লে শিক্ষার্থী অনেকসময় নিজের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে না। সেজন্য অনেকের এককভাবে একজন শিক্ষকের তত্ত্বাবধানে পড়া শোনার প্রয়োজন হয়। সেটা বিবেচনায় রেখে আমরা ওয়ান টু ওয়ান টিউটরিং এর ব্যবস্থা রেখেছি।

আমাদের নিয়মিত কোর্সগুলোর পাশাপাশি শিক্ষার্থীরা এককভাবে যেই কোর্সগুলো করতে পারবে সেগুলো হলো।

English for BCS Written, English for freelancer, English for varsity and medical admission test, Job English, SSC English, HSC English ইত্যাদি।

আমাদের রয়েছে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী, যারা আমেরিকা ও ব্রিটেনের প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা শিক্ষাদানের জন্য বিশেষায়িত সার্টিফিকেশন TESOL/CELTA ডিগ্রি অর্জন করেছেন।

আমাদের আরেকটি বৈশিষ্ট্য হলো, ইংরেজি শেখার জন্য যত আধুনিক প্রযুক্তি রয়েছে, যেমন, অ্যাপ, ভিডিয়ো, ওয়েবসাইট, ই-বুক ইত্যাদি আমরা সরবরাহ করবো। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা সব সময় আমাদের সহযোগিতা পাবে।

আমাদের যাচাই ক্লাসে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে পারেন যেকোনো সময়। দেখা হবে অনলাইন ক্লাসে।  ধন্যবাদ।